অর্থনীতি

কারণ ছাড়াই অস্বাভাবিক দর বাড়ছে ‘কে অ্যান্ড কিউ’য়ের

  জাগোকন্ঠ ২৩ আগস্ট ২০২২ , ৮:৫৭ পূর্বাহ্ণ

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর। কোম্পানির পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিকভাবে বাড়ছে কোম্পানিটির শেয়ার দর। এ কারণে দর বাড়ার কারণ ব্যখ্যা চেয়ে ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

পর্যালোচনায় দেখা গেছে, গত ১০ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৪৩.৬০ টাকা। আর ২২ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩০৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ৬০.৪০ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করে ডিএসই কোম্পানিটিকে নোটিশ দেয়।