জাগো কণ্ঠ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০৯ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:
উপজেলা প্রকৌশলীদের উপর অব্যাহত হামলা ও হুমকির প্রতিবাদ এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসানের অফিসকক্ষে প্রবেশ করে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীসহ সহকর্মীদের তালাবদ্ধ করে হয়রানি, হেনস্থা ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে সারা দেশের ন্যায় ডামুড্যা উপজেলা এলজিইডি’র উদ্যোগে ২৭শে ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এসময় ডামুড্যা উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এলজিইডি সহ অন্যান্য প্রকৌশল দপ্তরের সকল প্রকৌশলী ও সহকর্মীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি। এটা অনস্বীকার্য যে, এলজিইডি গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অন্যতম অংশীদার। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, নিরলস পরিশ্রম করেও এলজিইডি’র প্রকৌশলীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত, নিগৃহীত, অবহেলিত ও বৈষ্যমের শিকার। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য সবসময় প্রকৌশলীদের উপর আক্রমণাত্মক মনোভাব পোষণ করে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রকৌশলীদের উপর তাদের অত্যাচার চরমে ছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা আশাবাদী হয়েছিলাম যে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, গত ১৮ ও ১৯শে ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসানের অফিসকক্ষে প্রবেশ করে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি প্রদান এবং ২৩শে ফেব্রুয়ারি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নারী উপজেলা প্রকৌশলীকে তার সহকর্মীসহ তালাবন্ধ করে হয়রানি, হেনস্থা ও ভয়ভীতি দেখানো হয়।প্রশাসন যারা আইন শৃঙ্খলা বাহিনীসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে তাদের ভূমিকা নিষ্ক্রিয় দেখতে পাচ্ছি।আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।প্রয়োজনে আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে।যাতে আমরা আমাদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করতে পারি।
একজন সহকর্মী হিসেবে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান সরকারের সকল সহকর্মীদের জীবনের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।
সো/শ/আই