খেলাধুলা

ইংল্যান্ডের বিপদে মঈনের সাড়া, ফিরছেন অ্যাশেজে

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ জুন ২০২৩ , ৮:৩২ পূর্বাহ্ণ

চোট জর্জরিত ইংল্যান্ড টেস্ট দলের হয়ে খেলার জন্য কয়েকদিন ধরে মঈন আলীকে ফেরানোর তোড়জোড় চলছিল। অবশেষে টেস্ট অবসর ভেঙে দলে ফিরেছেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন অ্যাশেজের প্রথম দুই টেস্টের দলে রাখা হয়েছে মঈনকে। ফলে অবসর ভেঙে আবারও সাদা পোশাকে ৩৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের দেখা মিলবে।

এর আগে ২০২১ সালের শেষদিকে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মঈন। কিন্তু আসন্ন সিরিজের আগে একের পর এক চোটের কারণে দলের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করে ইংল্যান্ড। সেজন্য ইংলিশ অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম মঈনকে দলে ফেরার জন্য অনুরোধ জানান।

এই তথ্য নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্প্রতি অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করা হয়। কিন্তু এরপরই চোটের কারণে ছিটকে যান ঘোষিত দলে থাকা টেস্টের নিয়মিত স্পিনার জ্যাক লিচ। তার পরিবর্তে ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত হয়েছেন ৬৪ টেস্ট খেলা মঈন। আগামী ১৬ জুন বার্মিংহামে প্রথম টেস্ট দিয়ে ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হবে।

আরও খবর: