খেলাধুলা

৫ ছক্কা খাওয়ার পর দয়ালের ওজন কমেছে ৭ কেজি

  জাগো কণ্ঠ ডেস্ক ২৬ এপ্রিল ২০২৩ , ১২:২৬ অপরাহ্ণ

শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। এমন সমীকরণের সামনে ইয়াশ দয়ালের ওপর ভরসা রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু গুজরাট টাইটান্সের অধিনায়কের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি এই পেসার। টানা পাঁচ বলে ৫টি ছক্কা হজম করেছেন তিনি। এই ম্যাচের পর তাকে আর একাদশে দেখা যায়নি। তার কারণ অবশ্য বাজে পারফরম্যান্স নয়, এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। 

গত রোববার (৯ এপ্রিল) আহমেদাবাদে ১৫৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা কলকাতার শেষ ৮ বলে চাহিদা ছিল ৩৯ রানের। কোনো ব্যাটারের পক্ষে এমন সমীকরণ মেলানো অসম্ভবের পর্যায়েই পড়ে। তবে রিংকু সেটাকে সম্ভব করেন। গুজরাটের আইরিশ পেসার জশ লিটলের করা ১৯তম ওভারের শেষ দুই বলে তিনি মারেন যথাক্রমে ছক্কা ও চার। এরপর দয়ালকে শেষ ওভারে কচুকাটা করে ইতি টানেন উত্তেজনায় ভরপুর এক টি-টোয়েন্টি ম্যাচের।

স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় হার্দিক বলেন, ‘আমি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না (এই মৌসুমে দয়ালের আবারও মাঠে নামার সম্ভাবনা নিয়ে)। সেই ম্যাচের পর সে অসুস্থ হয়ে পড়ে এবং তার ৭-৮ কেজি ওজন কমে যায়। সেই সময়ে ভাইরাল সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।’

এই মুহূর্তে মাঠে নামার মতো পরিস্থিতিতে নেই দয়াল। হার্দিক বলেন, ‘সে সেই ম্যাচের পরে ভেঙে পড়েছিল। সেই কারণে এই মুহূর্তে মাঠে নেমে খেলার মতো পরিস্থিতি তার নেই। মাঠে ফিরতে তার এখনও অনেক সময় লাগবে।’