জাতীয়

সারাদেশে বন্যায় আংশিক বিদ‍্যুৎ উপকেন্দ্র বন্ধ

  জাগোকন্ঠ ২০ জুন ২০২২ , ১০:১২ পূর্বাহ্ণ

সিলেট ও সুনামগঞ্জসহ সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট বিদ‍্যুৎ উপকেন্দ্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে হচ্ছে। ফলে উপদ্রুত এলাকায় বিদ‍্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

সোমবার পিডিবির জনসংযোগ পরিচালক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদ‍্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। বিদ‍্যুৎ সংক্রান্ত জরুরি প্রয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের ০১৩১৩০৯৬২৯৬ (সিলেট) ও ০১৭০৮১৪৯৫০২-৩ (ঢাকা) নম্বরে ফোন করতে বলা হয়েছে।

আরও খবর: