দেশজুড়ে

শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরের বাউন্ডারি ওয়ালে আলপনা করছে।

  জাগোকন্ঠ ১০ আগস্ট ২০২৪ , ১২:২০ অপরাহ্ণ

মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ চত্বরকে নানা আলপনায় সাজানোর কাজ করছে সাধারন শিক্ষার্থীরা।
শনিবার (১০ই আগষ্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরের বাউন্ডারি ওয়াল রং তুলির ছোয়ায় নানা রকম লেখা ও আলপনায় সাজানো এবং উপজেলা পরিষদের আশেপাশের সড়কের দুপাশের ময়লা আবর্জনা পরিষ্কার কাজ করছে। লেখা গুলোর মধ্যে রয়েছে- শোনো মহাজন আমি নয়ত ১জন আমরা অনেক জন, দড়ি ধরে দিলাম টান রানী হলো খান খান, দেশকে ভালোবেসে আগলে রেখো।
এছাড়া শিক্ষার্থীরা আলপনায় সাজানোর পাশাপাশি সড়কে আইন শৃংখলা বাহিনী না থাকায় বাজার বাসস্ট্যান্ড, ব‍্যাংকের মোড় ও কাপাসিয়া মোড়ে অবস্থান করে যানজট নিরসনে কাজ করছে।

আরও খবর: