দেশজুড়ে

লক্ষ্মীপুরে ৭ দফা দাবীতে এ্যাম্বুলেন্স মালিক ও চালকদের মানববন্ধন

  জাগো কণ্ঠ ডেস্ক ১৮ জুলাই ২০২৩ , ৩:৪১ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: সেবা খাতে আয়করমুক্ত এ্যাম্বুলেন্স রেজিষ্ট্রেশন, বিআরটিএ কর্তৃক রেজিষ্ট্রেশন এর প্রক্রিয়া সংশোধন, জাতীয় নীতিমালা তৈরি, টোল ফ্রি বাস্তবায়নসহ ৭ দফা দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর জেলা এ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। ১৭ জুলাই (সোমবার) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, মোঃ শাহাদাত হোসেন মানিক ,মোঃ শাহাজান, মোঃ মনির হোসেন, মোঃ সোহেল মোঃ আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই আয়োজন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সংশোধন, সেবাখাতে আয়করমুক্ত এ্যাম্বুলেন্স, জাতীয় নীতিমালা তৈরি, টোল ফ্রি বাস্তবায়ন, হাসপাতাল সমূহে পার্কিং সুবিধা ও সড়কে হয়রানীমুক্ত পথ চলার জন্য আমরা সরকারের কাছে দাবী জানাই। আমাদের দাবী মানা না হলে আগামী ২৫ জুলাই থেকে সারাদেশে ধর্মঘট অনুষ্ঠিত হবে।
এসময় লক্ষ্মীপুরের এ্যাম্বুলেন্স মালিক ও চালকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর: