দেশজুড়ে

লক্ষ্মীপুরে ১৯ টি প্রাথমিক ও ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ভবণ উদ্বোধন

  জাগোকন্ঠ ১৪ নভেম্বর ২০২৩ , ১১:৩৮ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এলজিইডি কর্তৃক নির্মিত ১৯ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ৭ মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর( মঙ্গলবার) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ভবণের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার,সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু,  লক্ষ্মীপুরের এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শ্রাবণী চক্রবর্তী প্রমুখ।

আরও খবর: