জাগোকন্ঠ ২৩ জুলাই ২০২২ , ২:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে অবৈধ অটোরিকশা-ইজিবাইক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর। বাংলাদেশ মুক্তিযোদ্ধ মঞ্চের ঢাকা মহানগর উত্তর সভাপতি মিলন ঢালীর সভাপতিত্বে শনিবার (২৩ জুলাই) বিকালে পল্লবী কালসি রোডের পশ্চিম মাথায় বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সমগ্র দেশজুড়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অবাধে চলছে দেশের বিদ্যুৎ খাতকে ধ্বংস কারি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা-ইজিবাইক। তার উপরে চলছে অটোরিকশা-ইজিবাইক এর ডিজিটাল চাঁদাবাজি কার্ড টোকেন বাণিজ্য।
এসময় উপস্থিত ছিলেন,নুর আলম সরদার সহ-সভাপতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন ঢালী বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে যারা দলের সুনাম ক্ষুণ্ন করে এই ধরনের অপকর্ম করে ওই কুচক্রী মহলসহ সকল চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার ও দেশের সকল অবৈধ অটোরিকশা-ইজিবাইক বন্ধের দাবি জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ জামিল খান সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাকসুদ হাওলাদার।