দেশজুড়ে

ব্রহ্মপুত্রের স্রোত ঠেকাতে গ্রামবাসীর টাকায় বাঁশের পাইলিং

  জাগোকন্ঠ ৩০ মে ২০২৪ , ৯:১৫ পূর্বাহ্ণ

নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

ব্রহ্মপুত্র নদের স্রোত ঠেকাতে নিজেদের টাকায় ৫০ মিটার বাঁশের পাইলিং করছেন গ্রামের লোকজন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে ব্রহ্মপুত্রের উত্তর পারে পোল্যাকান্দি মধ্যপাড়া বাসিন্দারা গত বৃহস্পতিবার থেকে এ কাজ করছেন।

পাইলিং করতে সেই এলাকায় বসবাসকারী ৬০ পরিবারের প্রত্যেকেই ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা চাঁদা দিয়েছেন।

বাঁশের পাইলিং তৈরির উদ্যোগ নেওয়া মোহিন মন্ডল (৩৫) ও শামিম মিয়া (৩৮) বলেন, ‘ব্রহ্মপুত্রের পানির স্রোত এসে সরাসরি তাদের গ্রামে আঘাত হানে। তাই বাঁশের পাইলিং করছি। খরচ হচ্ছে ২ লক্ষ্য ৮০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধির কাছে সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু, সাড়া মেলেনি। সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন কিছু অনুদান দিয়েছেন। কষ্টের মধ্যেও সবাই চাঁদা দিয়ে কাজ করছি। পাইলিং শেষ হলে স্রোতের গতি অনেকটা বাধা পাবে। গ্রাম রক্ষা পাবে।’
একই এলাকার হাবিবুর রহমান (৪২) বলেন, গ্রামের মানুষের কাছ থেকে বাঁশ ও টাকা নিয়েছি। সবাই এক সঙ্গে কাজ করছি।’

‘এই চরে সবাই বানভাসি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অর্থনৈতিকভাবে সবাই সংকটে আছেন। এত কষ্টের মধ্যেও বাঁশের পাইলিং তৈরিতে সবাই এগিয়ে এসেছেন।’

স্থানীয় আকালু (৫৫) বলেন, গতবছর ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারিয়েছি।গত বন্যায় অনেক ক্ষতি হয়েছে। আশা করি, বাঁশের পাইলিং কিছুটা হলেও স্রোত ঠেকাবে।’

এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো সহায়তা করছেন না বলেও তিনি জানান।

আরও খবর: