দেশজুড়ে

বুড়িচংয়ে ৭ দিনের পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  জাগোকন্ঠ ১৯ নভেম্বর ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি:

বেকার যুব ও যুব নারীদের কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বুড়িচং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতভুক্ত পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
১৯ নভেম্বর ( রবিবার) বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, বুড়িচং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন, কোর্স সমন্বয়কারী ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মজিবুর রহমান ।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোঃ গোলাম মোস্তফা।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক নাসরিন আক্তার এর সহযোগীতায় প্রশিক্ষণে ৩০জন যুব ও যুবনারী
অংশগ্রহণ করেন।

আরও খবর: