বিনোদন

নাট্যশিল্পী ও অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন

  জাগো কণ্ঠ ডেস্ক ৩০ জুন ২০২৩ , ৫:০৪ পূর্বাহ্ণ

দেশের প্রথিতযশা নাট্যশিল্পী ও অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছে। তার মেয়ে নাভিন ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ফেসবুকে লিখেছেন, তার মা (অভিনেত্রী মিতা চৌধুরী) আজ রাতে মারা গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও তার ফেসবুক থেকে মিতা চৌধুরীর মৃত্যুর খবর জানিয়েছেন। ফেসবুক পোস্টে মিতী চৌধুরীর সঙ্গে কাজ করার একটি ছবিও শেয়ার করেছেন সুবর্ণা।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন।

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে সূচনা ও গুড নাইট মার মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী গুড নাইট মার পাণ্ডুলিপি তৈরি করেন।

আরও খবর: