অপরাধ

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, একটি ড্রেজার মেশিন অপসারণ ও দুইটি জব্দ

  জাগোকন্ঠ ২৪ মে ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন অপসারণ ও দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। (শুক্রবার ২৪ মে) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কীর্তিনাশা নদী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিমের নেতৃত্বে ও ভেদরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। এমন তথ্যের ভিত্তিতে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে রামভদ্রপুর এলাকায় পাইপসহ একটি ড্রেজার মেশিন অপসারণ এবং দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম জাগো কন্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্মক ভাবে ক্ষতি হচ্ছিল। এসময় একটি ড্রেজার মেশিন অপসারণ করি ও দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর: