জাগোকন্ঠ 23 September 2023 , 6:21 pm
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদ ও পৌর মেয়র আঞ্জুমান আরার মেয়ে নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সঞ্চিতা আহমেদ।
৪নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক পান্না বেগম, কাজল বেগম, পারভীন বেগম, পাপিয়া খানম, সুলতানা বেগম, রীনা খাতুনসহ অনেকে।
নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সঞ্চিতা আহমেদ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। আগামি সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার দেশে নারীদের অধিকার নিশ্চিত করেছে। কর্মক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশকে উন্নত করেছে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে অনেক উন্নয়ন হয়েছে।