জাগোকন্ঠ ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০১ অপরাহ্ণ
মোহাম্মদ আরমান চৌধুরী,ইউ এ ই প্রতিনিধি:
দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা অপরিহার্য। রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। দুবাইতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, দুবাই শাখার উদ্যোগে রবিবার (১৫ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনে এমন কথাই বলেন অনুষ্ঠানে আগত বক্তারা।
দুবাইয়ের ল্যান্ডমার্ক হোটেলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ওসমান আলী জামী, সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটির দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত আওলাদে আলা হযরত মুফতি নাবিদ রেজা খান। এছাড়াও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা ফজলুল আজিম। বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন মাওলানা সিরাজুল মোস্তফা আজহারী, হাফেজ মাওলানা সেকান্দার আলম, মাওলানা সিরাজ দ্দৌলা ও মাওলানা ইমাম উদ্দিন খালেক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি ইউএই-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব হাজী শরাফত আলীসহ অনেক বিশিষ্টজন।
আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।