জাগোকন্ঠ ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৪১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
২২ সেপ্টেম্বর রোজ রবিবার সন্ধা ৭.০০ ঘটিকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ঢাকা মহানগর উত্তর এর উত্তরা পশ্চিম থানা এলডিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোন প্রার্থী না থাকায় মাহবুব হোসেন সভাপতি এবং সাবেক ছাত্র নেতা আতাউল্লাহ আতিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন ঢাকা মহানগর উত্তর এলডিপির সভাপতি রিয়াসাদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, বিশেষ অতিথি এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক কবির উদ্দিন, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুস সামাদ, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অধ্যাপক হাসানুজ্জামানসহ প্রমূখ।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর এলডিপির সভাপতি রিয়াসাদ উদ্দিন। সভাপতি সম্মেলন শেষে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।