জাগো কণ্ঠ ডেস্ক ১৫ জুন ২০২৩ , ৮:৩০ পূর্বাহ্ণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে নির্মানাধীন বঙ্গবন্ধু মঞ্চ ভেঙে পড়েছে। ২৫ লাখ টাকা ব্যায়ে গত এপ্রিল মাসে এই মঞ্চটির নির্মান কাজ শুরু করেছে জেলা পরিষদ। টেন্ডার প্রক্রিয়ায় না গিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান তার পছন্দের একজন ঠিকাদারকে দিয়ে কাজটি করাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঐ ঠিকাদারের নাম মো. রাজীব হোসেন। মঞ্চ ভেঙে পড়ার কারন জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাহীন এন্ড ব্রাদার্স এর সত্বাধিকারী মো. রাজীব হোসেন বলেন, ‘চারদিকে পাঁচফুট উচু প্রচীর নির্মান শেষে ভেতরে বালু ভড়াট করতে গেলে দেয়াল ছুটেযায়। তিনি আরো বলেন, মঞ্চ নির্মানের কাজটা আমি শুধু দেখাশুনা করি। মুল কাজটি জেলা পরিষদ চেয়ারম্যানের নিজের কাজ।’ তবে নিম্মমানের নির্মান সামগ্রী দিয়ে এই মঞ্চটি তৈরি করা হচ্ছিলো বলে জানিয়েছেন স্থানীয় অনেকে। স্থনীয়রা জানান যথেষ্ট নিম্মমানের ইট দিয়ে বঙ্গবন্ধু মঞ্চটির নির্মান কাজ হয়েছে। ভেঙে পড়ার পরেও ১ দিনের মধ্যে আবারো ঐ ইট দিয়ে সংস্কার করা হয়েছে যা ভবিষ্যতে আবারো ভেঙে পড়ার আশংকা রয়েছে। তবে জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির জানালেন ভিন্ন কথা। তিনি গনমাধ্যমকে বলেন, ‘নিম্মমানের কোনো নির্মান সামগ্রী এখানে ব্যবহার হয়নি। ২৮ ফুট দৈর্ঘ এবং ৪০ ফুট প্রস্থ্যের এই মঞ্চটি ৫ ফিট উচু করা হয়েছে। ভেতরে বালু ফেলার সময় টেকনিক্যাল কারনে মঞ্চের দেয়াল পরে গেছে। ঠিকাদার যদি মঞ্চের বাহিরে চারিদিকে সাপোর্ট দিতো তাহলে এটা ভেঙে পড়তোনা।’