দেশজুড়ে

জয়পুরহাটে মোবাইল কোর্টে মেসার্স মাহবুব ট্রেডার্স এর জরিমানা

  জাগোকন্ঠ ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি:

অবৈধভাবে ধান গুদামজাত করার দায়ে জয়পুরহাটে মােবাইল কাের্টের মাধ্যমে মেসার্স মাহবুব ট্রেডার্স কে ৩০,০০০/- টাকা জরিমানা করেছে র‌্যাব-৫।

৩রা ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ ঘটিকায় জয়পুরহাটের শুকতাহার মােড় এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল ও ইফতেখারুল আলম রিজভী, সহকারী পরিচালক, জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া (জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়িত্ব) এবং অরুন কুমার প্রামাণিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, জয়পুরহাট এর নেতৃত্বে অবৈধভাবে ৩০ দিনের বেশি সময় ধান গুদামজাত করন এবং ধান ক্রয়-বিক্রয়ের রশিদ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় মেসার্স মাহবুর ট্রডার্স এর মালিক মোঃ লােকমান আলী’র থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

আরও খবর: