জাগোকন্ঠ ২২ জুন ২০২২ , ১:১৭ অপরাহ্ণ
গাজীপুরের কালীগঞ্জে প্রয়াত সিনিয়র সাংবাদিক, ডিইউজের সদস্য ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সুলতান মাহমুদ খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১শে জুন) দুপুরে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদা হাস্যোজ্জ্বল প্রয়াত সাংবাদিক সুলতান মাহমুদ খানের পরিবারে সহযোগিতাসহ তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। শুধু তাই নয় সকল বিপদে আপদে এবং সামগ্রিক কল্যাণ মুখী কর্মসূচী বাস্তবায়নে পজেটিভ চিন্তা ভাবনা নিয়ে আগামীর দিন গুলিতে অগ্রসর হওয়ার জন্য মত প্রকাশ করে সকলকে কাজ করার আহ্বান করেন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা প্রয়াত সংবাদিক সুলতান মাহমুদ খানের স্মৃতি চারন করে বলেন, সাংবাদিক সুলতানের শূন্যস্থান কোন ভাবেই পূরন করা সম্ভব নয়। তার অকাল মৃত্যুতে আমরা সবাই বাকরুদ্ব। এখন থেকে কোনো সুনির্দিষ্ট ব্যানার নয়, সকল সাংবাদিকের আন্তরিক ঐক্যবদ্ধতায় মানবিক মূল্যবোধ থেকে সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন কর্মসূচীসহ মানবিক সহায়তায় এগিয়ে আসবে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। এমনটাই হোক আমাদের সকলের প্রত্যাশা।