দেশজুড়ে

কালীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  জাগো কণ্ঠ ডেস্ক ২৪ মে ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বুধবার (২৪ মে) পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিট পুলিশ প্রদান এস.আই মোহাম্মদ আমিনুল ইসলাম বিট পুলিশিং সভার আয়োজন করেছেন।
কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে। এ সময় উখিং মে বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে গরু চুরির আশঙ্কা বাড়তে পারে, সে জন্য সকলে পুলিশকে সহায়তা করতে হবে। এলাকায় মাদকের বিরুদ্ধে সবাই সচেতন হয়ে নির্ভয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন। যে কোন সমস্যায় ২৪ ঘন্টা থানা খোলা আছে, আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। প্রয়োজনে যে কোন সমস্যায় আমার কাছে আসবেন। এ সময় তিনি সভার সকলের কাছে নিজের ভিজিটিং কার্ড প্রদান করেন।
সভায় অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ওসি অপারেশন মোঃ সাব্বির হোসেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন, ২নং ওয়ার্ডের মোঃ আফসার হোসেন, ৩নং ওয়ার্ডের আশরাফুজ্জামান, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আমিরুন্নেসা ও সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রভাষক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় উক্ত ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর: