দেশজুড়ে

এলডিপির প্রেসিডিয়াম সদস্য এ্যাড.এসএম মোরশেদের জন্য দোয়া চাইলেন আলী আজগর ইসলাম বাবু

  জাগোকন্ঠ ২৮ মার্চ ২০২৪ , ৯:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

এলডিপির প্রেসিডিয়াম সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড.এসএম মোরশেদ ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এলডিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর ইসলাম বাবু।

বুধবার (২৭ মার্চ) বিকালে ইবনে সিনা মেডিকেল কলেজ  হাসপাতালে দেখতে যান তিনি।

গত রোববার স্ট্রোকজনিত কারনে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোরশেদর।

এলডিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর ইসলাম বাবু বলেন, আমি এলডিপির সকল নেতাকর্মী এবং দেশবাসীর কাছে এড.এসএম মোরশেদ ভাইয়ের জন্য দোয়া চাই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন।

আরও খবর: