জাতীয়

ঈদের পরে ঢাকায় ফিরেছে ‘৩৩ লাখ ৪৪ হাজার’ সিম

  জাগোকন্ঠ ১৬ জুলাই ২০২২ , ২:৪৮ অপরাহ্ণ

১০ জুলাই দেশে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। ১২ জুলাই কাগজে-কলমে অফিস খুললেও আজও পুরোনো ধারায় ফেরেনি রাজধানী ঢাকা। গতকাল শুক্রবার ও আজ শনিবারের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ঢাকায় পুরোনো ব্যস্ততা ফিরতে পারে।

প্রতিবার ঈদ ঘিরে ঠিক কত মানুষ ঢাকা ছাড়েন ও ঈদের পরের দিনগুলোতে কত মানুষ ফিরে আসেন তার সঠিক সংখ্যা কোথাও পাওয়া যায় না। তবে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ কতগুলো সক্রিয় সিম ঈদের আগে ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছে ও ঈদের পরে ঢাকায় ফিরছে, তা থেকে এর একটা ধারণা পাওয়া যায়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে এ সংক্রান্ত যে তথ্য দিয়েছেন তাতে দেখা যায়- ঈদের আগের দুই দিন অর্থাৎ ৮ ও ৯ জুলাই এবং ঈদের পরের দুইদিন অর্থাৎ ১১ ও ১২ জুলাই ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে।

আর আজ শনিবার মন্ত্রী ঢাকায় সিম ফেরার যে তথ্য তুলে ধরেছেন তাতে দেখা যায় ঈদের পরের চারদিন অর্থাৎ ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি সিম ঢাকায় ফিরে এসেছে।

এ থেকে একটা ধারণা পাওয়া যায় যে ঈদের পরের চারদিনে ঢাকায় ফেরা সিমের কাছাকাছি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।

আরও খবর: