রাশিফল

আজকের রাশিফল

  জাগো কণ্ঠ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ২:১৯ পূর্বাহ্ণ

আজকের রাশিফল

কর্কট রাশি (Cancer): রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। পাশাপাশি, চন্দ্রের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালে শনি কর্কট রাশির থেকে অষ্টম স্থানে বিচরণ করবে। মূলত, ১৭ জানুয়ারি নাগাদ কুম্ভ রাশিতে শনির গোচর হবে। যার ফলে এরপর থেকেই কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর শুরু হয়ে যাবে শনির আড়াইয়ের প্রভাব। এদিকে, বৃহস্পতি নতুন বছরে কর্কট রাশি থেকে নবম স্থানে গোচর করবে। পাশাপাশি, অক্টোবর মাসে রাহু কর্কট রাশির নবম স্থানে গোচর করবে। শুধু তাই নয়, চলতি বছরের প্রতি মাসে নবগ্রহের অন্যান্য গ্রহের রাশি পরিবর্তন ঘটতেই থাকবে। এমতাবস্থায়, চলুন জেনে নিই নতুন বছরটি কর্কট রাশির জাতক-জাতিকাদের ঠিক কেমন কাটবে।

সিংহ রাশি (Leo): রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। পাশাপাশি, রবিগ্রহের জাতকও হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালটি সিংহ রাশির জাতক-জাতিকাদের অনেক ক্ষেত্রেই লাভবান করে তুলবে। মূলত, নতুন বছরে শনি গ্রহ এই রাশির সপ্তম ঘরে প্রবেশ করবে। পাশাপাশি, আগামী ১৭ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এছাড়াও, বৃহস্পতি সিংহ রাশির অষ্টম ঘর ত্যাগ করে নবম ঘরে বিরাজ করবে। এদিকে, অক্টোবর মাসে এই রাশির অষ্টম ঘরে গোচর করবে রাহু। এমতাবস্থায়, গ্রহের রাশি পরিবর্তনের এহেন প্রভাব সিংহ রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনেও প্রভাব ফেলবে।

মেষ রাশি (Aries): রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। পাশাপাশি, মঙ্গলগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, মেষ রাশির জাতক-জাতিকারা নতুন বছরটিতে একাধিক ক্ষেত্রেই সুখকর ফল পাবেন। মূলত, চলতি বছরে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। পাশাপাশি, বছরের শেষে রাহু মেষ রাশিতে উপস্থিত হবে। এমন পরিস্থিতিতে চলুন জেনে নিই নতুন বছরটি ঠিক কেমন কাটবে এই রাশির জাতক-জাতিকাদের?

ধনু রাশি (Sagittarius): রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। পাশাপাশি, বৃহস্পতি গ্রহের জাতক হল রাশিটি। এমতাবস্থায়, নতুন বছরেই ধনু রাশির সাড়ে সাতি শেষ হবে। এছাড়াও, চলতি বছরেই বৃহস্পতি প্রথমে চতুর্থ এবং পঞ্চম ঘরে গমন করবে। যা ধনু রাশির পক্ষে অত্যন্ত শুভ। এমন পরিস্থিতিতে, ধনু রাশির জাতক-জাতিকারা ২০২৩ সালে ভালো ফলাফল পাবেন। মূলত, ২০২৩ সালে ১৭ জানুয়ারির পরে, শনি এই রাশি থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে। আর তখনই শনির সাড়ে সাতি থেকে মুক্তি মিলবে।

তুলা রাশি (Libra): রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি। পাশাপাশি বুধ ও শুক্রগ্রহেরও জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, নতুন বছর অর্থাৎ ২০২৩ সালটি তুলা রাশির জাতকদের জন্য খুব শুভ এবং উপকারী হিসেবে বিবেচিত হবে। মূলত, চলতি বছরে তাঁরা শনির ধাইয়ার প্রভাব থেকে মুক্ত হবেন। পাশাপাশি, দ্রুত উন্নতির সুযোগও পাবেন তাঁরা। বছরের শুরুতেই এই রাশির অধিপতি শুক্র, শনির সাথে রাশিচক্র থেকে সরাসরি চতুর্থ অবস্থানে থাকবে। এর ফলে এই রাশির জাতকেরা বস্তুগত আনন্দের পাশাপাশি ভ্রমণের সুযোগ পাবেন।

মিথুন রাশি (Gemini): রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। পাশাপাশি, বুধগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালটি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন আশার সঞ্চার করতে চলেছে। মূলত, চলতি বছরেই জানুয়ারিতে শনির প্রভাব থেকে মুক্ত হবেন এই রাশির জাতকরা। পাশাপাশি, মিথুন রাশির জাতক-জাতিকাদের বৃহস্পতি লাভের স্থানে গমন করবে। যার পরিপ্রেক্ষিতে, চলতি বছরটি মিথুন রাশির জন্য খুবই ভালো। শুধু তাই নয়, এর ফলে এই রাশির জাতকরা ব্যবসা, কর্মক্ষেত্র এবং একাধিক ক্ষেত্রে অনুকূল অবস্থানে থাকবেন।

কুম্ভ রাশি (Aquarius): রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি। পাশাপাশি, শনিগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালটি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মিশ্রভাবে কাটবে। মূলত, চলতি বছরের ১৭ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার ফলে এই রাশিতে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্বটি শুরু হবে। এদিকে, নতুন বছরে শনির প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, পারিবারিক জীবন এবং প্রেমের জীবন প্রভাবিত হবে। এদিকে, এপ্রিল মাসে বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশি থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে। যার ফলে ভাই-বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে।

কন্যা রাশি (Virgo): রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। পাশাপাশি, বুধগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, গ্রহের অবস্থান অনুসারে ২০২৩ সালটি কন্যা রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফল এনে দেবে। চলতি বছরে শনি কন্যা রাশি থেকে ষষ্ঠ ঘরে গমন করবে। পাশাপাশি, বৃহস্পতি গ্রহ এই রাশি থেকে অষ্ঠম ঘরে অবস্থান করবে। এছাড়া, রাহুর গমনও অক্টোবর পর্যন্ত কন্যা রাশির অষ্টম ঘরেই থাকবে। তবে, এই তিনটি গ্রহ ছাড়াও অন্যান্য গ্রহের রাশি পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের বিভিন্নভাবে প্রভাবিত করবে।

মীন রাশি (Pisces): রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। পাশাপাশি, শনিগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৩ সালটি মিশ্র ফলদায়ক হতে পারে। চলতি বছরে ১৭ জানুয়ারির পরে, এই রাশির উপর শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। তাই হঠাৎ করে জাতক-জাতিকাদের জীবনে কিছু চ্যালেঞ্জ বাড়তে পারে। এছাড়াও, স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে এই বছর বিশেষ যত্ন নিতে হবে। এদিকে, মীন রাশি থেকে বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। যার জেরে আপনি আপনার পারিবারিক জীবনে কিছু ভালো পরিবর্তন দেখতে পাবেন। পাশাপাশি, রাহুও চলতি বছরের নভেম্বর মাস নাগাদ এই রাশি থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে।

বৃষ রাশি (Taurus): রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। পাশাপাশি শুক্রগ্রহের জাতকও হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালের একদম শুরুর দিকে ১৭ জানুয়ারি শনি গ্রহটি এই রাশিচক্রের নবম ঘর থেকে দশম ঘরে প্রবেশ করবে। পাশাপাশি, এপ্রিল মাস নাগাদ বৃহস্পতি বৃষ রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। শুধু তাই নয়, অক্টোবর মাসে রাহুও রাশি পরিবর্তন করবে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক-জাতিকাদের ওপর।

কর্কট রাশি (Cancer): রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। পাশাপাশি, চন্দ্রের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালে শনি কর্কট রাশির থেকে অষ্টম স্থানে বিচরণ করবে। মূলত, ১৭ জানুয়ারি নাগাদ কুম্ভ রাশিতে শনির গোচর হবে। যার ফলে এরপর থেকেই কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর শুরু হয়ে যাবে শনির আড়াইয়ের প্রভাব। এদিকে, বৃহস্পতি নতুন বছরে কর্কট রাশি থেকে নবম স্থানে গোচর করবে। পাশাপাশি, অক্টোবর মাসে রাহু কর্কট রাশির নবম স্থানে গোচর করবে। শুধু তাই নয়, চলতি বছরের প্রতি মাসে নবগ্রহের অন্যান্য গ্রহের রাশি পরিবর্তন ঘটতেই থাকবে। এমতাবস্থায়, চলুন জেনে নিই নতুন বছরটি কর্কট রাশির জাতক-জাতিকাদের ঠিক কেমন কাটবে।

মেষ রাশি (Aries): রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। পাশাপাশি, মঙ্গলগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, মেষ রাশির জাতক-জাতিকারা নতুন বছরটিতে একাধিক ক্ষেত্রেই সুখকর ফল পাবেন। মূলত, চলতি বছরে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। পাশাপাশি, বছরের শেষে রাহু মেষ রাশিতে উপস্থিত হবে। এমন পরিস্থিতিতে চলুন জেনে নিই নতুন বছরটি ঠিক কেমন কাটবে এই রাশির জাতক-জাতিকাদের?

আরও খবর: