দেশজুড়ে

আগুনে পুড়ে ছাই হলো ৮ বসতঘর

  জাগো কণ্ঠ ডেস্ক ১৫ মে ২০২৩ , ৩:২১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (১৪ মে) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ সেহাচর এলাকায় রহিমা বেগমের টিনসেড ভাড়া বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

বাড়ির মালিক রহিমা বেগমের বোন ফাতেমা বেগম আগুনের ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে বলেন, যে সময় আগুনের সূত্রপাত হয়েছে তখন গ্যাস-বিদ্যুৎ কোনোটাই ছিল না। এই আগুন কিসের থেকে লাগলো তা তদন্ত করে দেখা উচিৎ। পুড়ে যাওয়া বসতঘরগুলোতে বিভিন্ন গার্মেন্ট শ্রমিকরা বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র অফিসার আবু সামা ঢাকা পোষ্টকে বলেন, একটি আধা-পাকা বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ২টি ইউনি আগুন নিয়ন্ত্রণে আনে। যাতায়াতের সড়ক অত্যন্ত সরু হওয়ায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। আগুনে ৭-৮টি বসতঘর পুড়ে গেছে। তবে এই আগুনের ঘটনায় কোনো আহতের খবর পাইনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।