জাগোকণ্ঠ ডেস্ক ১৬ এপ্রিল ২০২২ , ১:২৫ অপরাহ্ণ
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. রবিউল ইসলাম নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
শনিবার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।
এর আগে শুক্রবার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডিবির উত্তরা জোনাল টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদকবিক্রেতা যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ রবিউলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।