দেশজুড়ে

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

  জাগো কণ্ঠ ডেস্ক ১ সেপ্টেম্বর ২০২২ , ৭:১৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি, ছাত্রদল, যুবদলের শতাধিক গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নম্বর রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। 

নিহত শাওনের মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

জানা গেছে, যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত শাওনের বাবার নাম শাহেদ আলী।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।

তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‍্যালিতে বিনা উস্কানিতে পুলিশ বাধা দিয়েছে ও গুলি চালিয়েছে। অথচ আমরা অনুমতি নিয়েই কর্মসূচি করছিলাম।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এ বিষয়ে পরে জানানো হবে।

আরও খবর: