স্পোর্টস ডেস্ক: অবশেষে আইপিএল আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে খেলা, ফাইনাল হবে ৮ অথবা ১০ নভেম্বর। এবারের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। পিটিআইকে এমনটাই জানিয়েছে বিসিসিআই।
তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করছে গভর্নিং কাউন্সিলের বৈঠকের ওপর। আগামী সপ্তাহে আইপিএল নিয়ে আলোচনায় বসবে তারা, এরপরেই আসবে সিদ্ধান্ত। সেপ্টেম্বরে ২৬ তারিখ শুরুর পরিকল্পনা থাকলেও ভারতের অস্ট্রেলিয়া সফর যাতে প্রভাবিত না হয় সেজন্য তারিখ আগানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগস্টের ২০ তারিখেই অনুশীলন শুরু করে দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যাতে করে অন্তত চার সপ্তাহ অনুশীলন ও আনুষঙ্গিক গোছানোর সময় পায় তারা।
Leave a Reply