নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গুলশানে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামের মুক্তি চেয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালে প্রতিষ্ঠা হওয়া এই মেডিকেল কলেজটি গুলশানে স্থায়ী স্থাপনাসহ যেই সুযোগ সুবিধা দিয়ে থাকে তা দেশের অনেক প্রাইভেট প্রতিষ্ঠানের তুলনায় ‘ভালো`। কলেজের চেয়ারম্যান অসুস্থ থাকায় ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম বেশির ভাগ কার্যক্রম দেখাশোনা করছেন। তিনি কলেজের গভর্নিং বডির সদস্য এবং বেসরকারি মেডিকেল কলেজ এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এমডি ফয়সালের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানায় যাতে এমডি ফয়সালের বিষয়টি মানবিক বিবেচনা করা হয়। যাতে তিনি দেশের চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থায় অবদান রাখতে পারেন।
অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে ফয়সাল আল ইসলামকে আটক করে র্যাব।
Leave a Reply