সোশ্যাল মিডিয়া

সাফ’র উদ্যোগে ফরাসি সংসদ পরিদর্শন ও এমপি দানিয়েল ওবোনোকে সম্মাননা প্রদান

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ মে ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ

প্যারিস (ফ্রান্স)  প্রতিনিধিঃ

সলিডারিটি আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে ফরাসি জাতীয় সংসদ পরিদর্শন ও ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপের বিদায়ী প্রেসিডেন্ট ফরাসি এমপি দানিয়েল ওবোনোকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সাফ’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নয়ন এনকে’র নেতৃত্ব একটি দল ফরাসি জাতীয় সংসদের প্রেসিডেন্ট ভবন, গ্যালারি দিফেত, সাল দ্যো গার্লিন, কুখ দ্যু’নখসহ সংসদের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরে বিকাল ৩ টায় এমপি দানিয়েল ওবোনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিরসনে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করার জন্য দানিয়েল ওবোনোকে ধন্যবাদ জানান সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে। একইসঙ্গে নতুন প্রেসিডেন্টের কাছে পারিবারিক রন্দেভূ সহজিকরণ, থেখদ্য সেজুর আবেদন ও উত্তলনের রন্দেভূ  দ্রুত পাওয়া, অভিবাসীদের অনলাইন জটিলতা, অনিয়মিতদের নিয়মিতকরণ  ও বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি পুনরায় তুলে ধরেন।

পরে বাংলাদেশিদের পাশে থাকার জন্য সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)র পক্ষ থেকে দানিয়েল ওবোনোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাফ’র প্রতিনিধি দলের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সাফ’র সেচ্ছাসেবী ও সমাজকর্মী সোনিয়া জামান, সোহেল আহমেদ, শাহিন আহমদ, কুনঙ্গা, মোস্তাক আহমেদ, বিডি বস’র স্বত্বাধিকারি মোঃ হাছান, অনলাইন নিউজ পোর্টাল তৃতীয় বাঙলা ডটকম’র সম্পাদক এনায়েত হোসেন সোহেল, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদ, দৈনিক আমাদের সময় পত্রিকার ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ।

‘বাংলােশিদের সুবিধা-অসুবিধায় দানিয়েল অবনোকে যখনই ডেকেছি, তখনই আমরা তাকে পাশে পেয়েছি’ উল্লেখ করে সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ‘বিগত দিনে বাংলাদেশিদের পারিবারিক পুনর্মিলন, আশ্রয়ের আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান ও বাংলাদেশিদের উপর হামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার বিষয়াদি পর্যায়ক্রমে তাকে অবগত করি। এরই প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট বিভাগে চিঠি লিখেন। যার ফলে আমরা অনেক সুফল পাই। তিনি আরো বলেন, প্রেসিডেন্টের বাহিরেও আমাদের বিভিন্ন আন্দোলন, উৎসব সবখানে তার উপস্থিতি আমাদেরকে প্রেরণা যুগিয়েছে।’

আরও খবর: