দেশজুড়ে

শ্রীনগরে ভুমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন গৃহহস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন

  জাগোকন্ঠ ২০ মার্চ ২০২৩ , ৫:২৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষে গৃহহস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয় কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভুমি) মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, প্রকৌশলী মোঃ মফিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোঃ আশেকুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, উপজেলায় ৪র্থ পর্যায়ের নির্মিত ৩৭টি গৃহ উপকার ভোগীদের কাছে আগামী ২২মার্চ জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। বাকী ২১টি গৃহ শীঘ্রই নির্মান শেষ করে উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হবে এবং হস্তান্তর পরবর্তী এই উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে।

আরও খবর: