শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ২৩ কোটি টাকার সড়ক সংষ্কারের কাজ উদ্বোধন করেছেন সাংসদ অপু। ডোমসার বাজার হইতে গঙ্গানগর ভায়া মঙ্গল মাঝিরঘাট পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। রবিবার ৩১ মে দুপুর ১টায় এ উদ্বোধন করা হয়। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে জানিয়েছেন সাধারণ মানুষ।
এ সময় উপস্তিত ছিলেন- বাংলাদেশ মেয়র এসোসিয়েশনের মহাসচিব ও শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজিদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন খান, শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নুহুন মাদবর প্রমূখ।
Leave a Reply