ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় ১৫ দিনের শিশুকে হত্যা করল পাষান্ড মা। বুধবার সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির মা খালেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়, ২০০৬ উপজেলার হাওলাদার কান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সাথে একই ইউনিয়নের আবুল মাতবরের মেয়ে খালেদার বিয়ে হয়। এ দম্পত্তির ৪ টি সন্তান রয়েছে। ২০১৫ সালে চারির উদ্দেশে বিদেশ পাড়ি জমান স্বামী বিল্লাল হোসেন । পরবর্তী তে খালেদা বেগম তার দেবর মনির হোসেনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে খালেদা গর্বধারন হয়। স্বামী বিল্লাল হোসেন দেশে ছুটিতে আসলে তার স্ত্রী গর্ভে ৮ মাসের সন্তান দেখতে পান। বিল্লাল হোসেন ছেলেমেয়েদের কথা চিন্তা করে ও সংসারে সুখের আশায় সবকিছু মেনে নেন। কয়েকদিন পর খালেদার ঘরে সেই সন্তান জন্ম নেয়। বুধবার সকালে ১৫ দিনের নিস্পাপ ওই শিশুটিকে ওষুধ খাইয়ে হত্যা করে খালেদা।
এ ব্যাপারে ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ মোঃ মেহেদী হাসান জাগোকণ্ঠকে বলেন, ঘটনা স্থল থেকে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি এবং খালেদা বেগমকে গ্রেফতার করতে স্বক্ষম হয়েছি।
Leave a Reply