জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা ইউনিয়নে একটি ছাগল চুরির অভিযোগ উঠেছে মজিদ মোড়ল কান্দি গ্রামের মৃত মোসলেম চোকদারের ছেলে ইব্রাহিম চোকদার ও মৃত দলু মোল্লার ছেলে রুবেল মোল্লার নামে।
জানা যায়, সোমবার (১১মে) মজিদ মোড়ল কান্দি আঃ খালেক মোড়লের বাড়ীর পুকুর পাড়ে ঘাষ খাচ্ছিল ছাগলটি। সন্ধ্যায় ছাগলের মালিক আলতাফ হাওলাদার ছাগল বাসায় আনেত গেলে সেখানে না দেখে অনেক খোঁজাখুঁজির পরও ছাগল টিকে পাওয়া যায়নি। পরের দিন রাতে একই গ্রামের একটি বাগানে গাছের সঙ্গে বাধা অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে আলতাফ হাওলাদার জাগোকণ্ঠকে বলেন, ‘আমি ছাগল না পেয়ে গ্রামের সব যায়গায় লোক লাগাইয়া দেই এবং নিজেও খুজতে থাকি। পরবর্তীতে মঙ্গলবার রাতে উদ্বার একটি বাগান থেকে ছাগল টিকে উদ্ধার করি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসি জানান, ‘ইব্রাহিম চোকদার ও রুবেল মোল্লা হলো এলাকার বিক্ষাত চোর। ওদের অত্যাচারে এলাকার মানুষের নির্ঘুম রাত কাটাতে হয়। আমরা অসহায় হয়ে পড়েছি। ওদের বিরুদ্ধে কথা বলতে গেলে মিথ্যা মামলার হুমকি দেয় ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকিও দেয়। কারণ পুলিশের সাথে ওদের অনেক দহরম মহরম। এলাকায় এমন কোন অপরাধ নাই যে ওরা না করে। ওদের সাথে আরও কয়েকজন রয়েছে। ওরা জুয়া খেলে, মাদক খায় ও বিক্রি করে। এলাকার স্কুল-কলেজ পড়–য়া ছাত্ররা দিনে দিনে ওদের খপ্পরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখন গ্রামে ব্যাপক চুরি বেড়েছে।’
বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবী করেন এলাবাসি।
Leave a Reply