জাগোকন্ঠ ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ১১:১৬ পূর্বাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের জাজিরা উপজেলা শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাজিরা টিএনটি মোড়ে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের কার্যালয়ে উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাজিরা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সিদ্দিক মল্লিকের সভাপতিত্বে ও জাজিরা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকন মোঃ দ্বীন ইসলাম মারুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এ.মএ কাইয়ুম চুন্নু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সরদার (বাদশা)। জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরদার, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক সম্রাট তালুকদার, সদর পৌরসভা শ্রমিক দলের সেক্রেটারী মোঃ শাকিল আকন।
সভায় আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারী, জাজিরা উপজেলা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক এস.এম সোহেল রানা, জাজিরা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল চৌকিদার, জেলা শ্রমিক দলের সদস্য সুমন তালুকদারসহ প্রমুখ।