শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শরীয়তপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২মে) বিকেলে জেলা শহরের বড় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সাংবাদিক এফ রহমান রূপক এর নেতৃত্বে এবং সদস্য সচিব মোঃ আতাউর রহমান তালুকদারের সার্বিক সহযোগিতায় অংশ নেন, জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক আহমেদ মোল্লা, মোঃ শফিকুল ইসলাম, এবাদত হোসেন এবং জেলা মৎস্যজীবী লীগ নেতা ইকবাল হোসাইনসহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাংবাদিক এফ রহমান রূপক জাগোকণ্ঠকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় আমরা জেলা কমিটি মৎস্যজীবী লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন করেছি।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শরীয়তপুর জেলা মৎস্যজীবীলীগ কেন্দ্রীয় নির্দেশনায় সকল কর্মসূচি পালন করে আসছে। তিনি আরও বলেন, সকলের প্রতি আমার অনুরোধ, করোনা মহামারীতে সরকারের সকল নির্দেশনাকে যেন আমরা মেনে চলি।
এ সময় বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর মঙ্গলের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
Leave a Reply