জাগোকন্ঠ 18 June 2022 , 10:36 am
লক্ষ্মীপুরে চা দোকানের অগ্নিকান্ডের ঘটনা আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আলম (২৩) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) সকালে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে অগ্নিকান্ডে মালামালসহ দোকান পুঁড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক রাজু আহমেদ।
নিহত আলম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইউছুপের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার দালাল বাজারে বাবলী সুপার মার্কেটের রাজু স্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন নেভাতে চেষ্টা চালায় স্থানীয়রা। এসময় সিএনজি চালক আলম বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আগুনে দোকানের সকল মালামাল পুঁড়ে ছাই হয়ে গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একজন মারা গেছেন।