জাগোকন্ঠ 2 July 2022 , 12:36 pm
নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ। শনিবার সকালে রাণীনগর থানা প্রঙ্গনে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিক, সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিকসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এছাড়াও মতবিনিময় সভায় রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজাসহ অনান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।