নিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তরায় সংবাদকর্মীকে মারধরের ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি উত্তরা পূর্ব থানার পুলিশ। মামলার ১৭ দিন পার হলেও এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় মামলার বাদী আমিনুল ইসলাম হতাশা ব্যক্ত করেন।
আমিনুল ইসলাম জাগোকণ্ঠকে জানান, ‘সম্প্রতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারিকালে ত্রাণ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীমের নানান দুর্নীতি-অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশিত করি। এ ঘটনায় ডিএম শামীম ক্ষিপ্ত হয়ে তার লোকজন দিয়ে ১৯ মে মঙ্গলবার নবাব হাবিবুল্লাহ হাই স্কুল এন্ড কলেজের সামনে রাতে ডিএম শামীমের সন্ত্রাসী বাহিনী দ্বারা লোহার পাইপ দিয়ে পিটিয়ে আমাকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমি উত্তরা পূর্বথানায় মামলা করতে গেলে কাউন্সিলর ডিএম শামীমের নাম বাদ না দিলে মামলা নিবেনা বলে জানায়। আমি নিরুপায় হয়ে তার নাম (কাউন্সিলর ডিএম শামীম) বাদ দিতে বাধ্য হই। আজ প্রায় ২০ দিন পার হলেও পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করেনি। কি কারনে তাদের পুলিশ ধরছে না তা আমার জানা নাই। থানাপুলিশ শুধু আমাকে আশ্বাস দিয়ে আসছে ‘আসামীদের আজ ধরে ফেলবো, কাল ধরে ফেলবো। আমি এখন খুবই নিরাপত্তার অভাবে ভুগছি। কখন আবার ডিএম শামীমের পালিত সরন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়ে মেরে ফেলে সেই আতঙ্কে আছি।’
এ বিষয়ে মামলার আইও এসআই পলাশ চন্দ্রকে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা জরুরী বলে মনে করেন সচেতন মহল।
Leave a Reply