নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এর পক্ষে রাজধানীর রূপনগর ও পল্লবী থানা এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১মে) সকালে এলাকার কর্মহীন ও সাধারণ মানুষের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলী জাগোকণ্ঠকে বলেন, ‘আমাদের প্রিয় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা করোনার মহামারিতে ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মহীন ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে আমি আজ গর্বিত। আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’
ত্রাণ বিতরণকালে রূপনগর থানা বিএনপির সভাপতি আওয়াল, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব আলম মন্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।
Leave a Reply