ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও জেলায় নতুন করে আরও ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম।
তিনি জানান, নগরীর রাম কৃষ্ণ মিশন রোড এলাকার রাফিজা বেগম (৬০) করোনা আক্রান্ত হয়ে আজ সকাল সাড়ে সাতটার দিকে মারা গেছেন। তিনি কয়েকদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ডায়াবেটিস ও হাইপারটেনশন রোগেও ভুগছিলেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অমল সরকার নামে আরেক করোনা রোগীর মৃত্যু হয়েছে। তিনিও কয়েক দিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৬১ জনের, মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৯শত ৩৯ জন এবং মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৫শত ৮৮ জন।
Leave a Reply