জাগোকন্ঠ ১৩ জুলাই ২০২২ , ১০:২৪ অপরাহ্ণ
স্পেশাল করেসপন্ডেন্ট:
বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু গত ২৫ জুন সকাল ১০ টায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয় মেলার নামে চাঁদা বাজি, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাও ডোবা গোল চত্বরে।
শরীয়তপুর জেলার জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা গোল চত্বরে ১৮ দিন ধরে চলছে মেলা। প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই মেলা। মেলাটি পরিচালনার করছেন ফুড এক্সপ্রেস চাইনিজ এন্ড রেস্টুরেন্ট এর মালিক মো.তরিকুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মেলার কয়েক দোকানি জানায়, তরিকুল প্রতিদিন মতলব হাওলাদারের
দুই মেয়ে জামাই মো.আবুল ও মো.আতিকুর এদের মাধ্যমে দোকান প্রতি তিনশ থেকে পাচঁশত টাকা করে চাঁদা আদায় করছে তরিকুল ইসলাম।
দোকান মালিকরা আরো জানায়,পদ্মা সেতু দক্ষিণ থানার ওসির নাম বলেই আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। প্রতিদিন থানার ওসিকে টাকা দিতে হয়, “তানা হলে সে তোমাদের এই দোকান বসাতে দিবেনা।” এই কথা বলে, আমাদের কাছ থেকে টাকা উঠায় তরিকুল ও তার লোক জনরা। চাঁদার টাকা না দিলে বসাতে পারেনা দোকান। স্থানীয় কয়েকজন শক্তিশালী মহলকে সাথে নিয়েই প্রতি নিয়তই চাঁদা আদায় করছেন তরিকুল ইসলাম।
এবিষয়ে মেলা পরিচালনার দায়িত্বে থাকা তরিকুল ইসলামের সাথে ফোনে কথা বললে তিনি জানায়,পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে তা সত্য, কিন্তু দোকান মালিকদের কাছথেকে চাঁদা আদায় করা হচ্ছে এটা সঠিক না। আমি কোনো চাঁদাবাজির সাথে জড়িত নাই। আর এমেলার ব্যাপারটা ওসি সাহেব জানেন।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি জাগোকণ্ঠকে বলেন, “মেলার ব্যাপারটা আমি জানি অথবা না জানি মেলা আমি এখন বন্ধ করে দিচ্ছি” আর এখনই লোক পাঠাচ্ছি। বিকাল ছয়টা চুয়ান্ন মিনিটে কথা হয়েছে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসির সাথে, আর এখন রাত তিনটা চল্লিশ মিনিট খোজ নিয়ে জানাযায় মেলা এখন বন্ধ করা হয়নি।