অপরাধ

মিরপুরে প্রজাপতি পরিবহনে আগুন

  জাগোকন্ঠ 11 November 2023 , 7:02 pm

বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম।তিনি বলেন, রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

এর আগে, যাত্রাবাড়ীতে যাত্রীবাহী অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান ও যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আরও খবর: