নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শাহজাহানপুর থানার অন্তর্গত মালিবাগ, গুলবাগ ও শান্তিবাগ এলাকায় বুধবার দুপুর তিনটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের ১২ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার এর সার্বিক তত্ত্বাবধানে, মালিবাগস্থ আবুজর গিফারী কলেজ প্রাঙ্গনে তালিকাভুক্ত ১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে তালিকা ধরে অবশিষ্ট আরো ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
মালিবাগ বাজার রোড, গুলবাগ পাওয়ার হাউস সংলগ্ন পানির পাম্প এলাকা, বকশি বাগের আতর বিবি লেন, গুলবাগ বিশ্বরোড, ঝিলপাড় ও শান্তিবাগের দরিদ্র এবং মধ্যবিত্ত অসহায় ৫০০ পরিবারের তালিকা তৈরি করে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ত্রাণ সামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেনএ কাউন্সিল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ত্রাণের প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ৩ কেজি মসুরের ডাল ও ১ কেজি লবণ রয়েছে।
বর্তমান করোনা ভাইরাস দুর্যোগ পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের খাদ্য সংকট প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার জাগো কণ্ঠের প্রতিবেদককে মুঠোফোনে বলেন, যত বড় দুর্যোগই আসুক, মালিবাগ-গুলবাগ-শান্তিবাগ এলাকার সাধারণ অসহায় মানুষের খাদ্য সংকট হবেনা ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তিনি ও তার কর্মীবাহিনী একযোগে কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ অতি দ্রুত আমরা এই সংকট কাটিয়ে উঠবো।
Leave a Reply