দেশজুড়ে

ভোটার শূন্য অধিকাংশ কেন্দ্র

  জাগো কণ্ঠ ডেস্ক ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৩ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি খুবই কম। অনেক কেন্দ্র এখনো ভোটার শূন্য। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সাড়ে ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যলয়, নবাবগঞ্জ বালিকা উচ্চ-বিদ্যলয়, চুনাখালি এনায়েতুল্লাহ মাদরাসা, চাঁপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীনগর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। ২-৩ জন ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। অনেক কেন্দ্রে এজেন্ট আর পুলিশ ছাড়া কেউ নেই।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তরিকুল ইসলাম নামের এক ভোটার জানান, আমরা তো ভয় নিয়েই ভোট দিতে আসছি। যে গণ্ডগোল কয়েক দিন ধরে হইছে। নির্বাচনী কর্যালয় ভাঙচুর হচ্ছে। এজন্য মনে হয় ভোটাররা আসেনি।

নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যলয়ের পিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, ভোটারের উপস্থিতি কম। তবে আশা করছি, বেলা বাড়তে থাকলে ভোটারের উপস্থিতি বাড়বে। আমার কেন্দ্রে এখম পর্যন্ত কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।

আলীনগর উচ্চ বিদ্যলয়ের পিজাইডিং অফিসার রাশেদুল আরমান বলেন, সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩০-৩৫টা ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি খুবই

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান  জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ জন প্রিজাইডিং, ১ হাজার ২৪০ জন সহকারী প্রিজাইডিং ও ২ হাজার ৪৮০ জন পোলিং অফসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ রয়েছে ১ হাজার ২৪০টি

আরও খবর: