জাগোকন্ঠ ২৩ জুলাই ২০২২ , ১:৫৮ অপরাহ্ণ
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় মৎস্য অফিস কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম।
এসম উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, স্থানীয় পত্রিকা দৈনিক হুংকারের বার্তা সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার ভেদরগঞ্জ সংবাদদাতা আসাদ গাজী, যায়যায়দিন পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব তালুকদার, দৈনিক রুদ্র বার্তার নাছির খানসহ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।