জাগোকন্ঠ ৫ জুলাই ২০২২ , ৩:৩৮ অপরাহ্ণ
শ্রীনগর প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারের কাছে লীজ নেয়া সম্পত্তির গাছ কর্তন করে এবং লীজ সম্পত্তির বিক্রির পায়তারার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার(৩ জুলাই) উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কামারগাঁও নয়াবাড়ী এলাকার কামারগাঁও মৌজার লীজের জমির গাছ কর্তন ও সম্পত্তি বিক্রির অভিযোগ উঠে ঐ এলাকার মৃত ছবদর শেখের ছেলে প্রবাসী আমান শেখের বিরুদ্ধে। তিনি লীজ সম্পত্তির গাছ কর্তন করে অন্যত্র বিক্রির পর লীজ সম্পত্তিও বিক্রি করে শ্রীনগর সদরে জমজম টাওয়ার পিছনে নিজের ক্রয় করা বাড়ীতে বসবাস শুরু করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের কামারগাঁও মৌজার সরকারের কাছ থেকে একসনা লীজকৃত সম্পত্তিতে থাকা ২০টি বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ কর্তন করেছে। যার বাজার মূল্য বর্তমানে প্রায় ৪০ হাজার টাকা।
স্থানীয় একজন জানান, আমান শেখ এই সম্পত্তি লীজ নিয়ে বসবাস করে এবং বিদেশে গিয়ে টাকা পয়সা আয় করে শ্রীনগর সদরে জমজম টাওয়ার পিছনে নিজে বাড়ী ক্রয় করে সেখানে স্বপরিবারে বসবাস শুরু করছে। এখন বাড়ীটি খালি পড়ে থাকায় বাড়ীতে থাকা সব গাছ কেটে বিক্রি করে দিয়েছে এবং লীজের বাড়ীটিও বিক্রি করবে বলে ক্রেতা খোঁজছে।
লীজ সম্পত্তির গাছ কর্তন ও সম্পত্তি বিক্রির করার ব্যাপারে প্রবাসী আমান শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, লীজ বাড়ির গাছ কাটতে গেলে অনুমতি নিতে হবে নাকি। আপনারা যা পারেন তা করেন।
ভাগ্যকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শিপন বলেন, আমি দেখে ব্যবস্থা নিচ্ছি।
ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে আমাকে কেন ফোন দিয়ে ডিস্ট্রার্ব করেন। যারা লীজ দিছে তারা বুঝবে। আপনি ইউএনও মহোদয়কে ফোন দেন।
ভাগ্যকূল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হান্নান বলেন, আমি বিষয়টি অবগত নই।আপনার মাধ্যমে জানতে পারলাম আমি লোক পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।
শ্রীনগর সহকারী কমিশনার (ভুমি) ব্যারিস্টার সজিব আহম্মেদ বলেন, আমি এখনি ব্যবস্থা নিচ্ছি।