জাগোকন্ঠ ১২ জুন ২০২২ , ৪:১৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় আজ রোববার অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক ওয়ার্কশপ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।
কর্মশালায় প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগ-সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, ডিজিটাল বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, এবং শিক্ষা সহায়তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। কর্মশালায় বক্তারা জানান, এসব উদ্ভাবনী উদ্যোগের বাস্তবায়নের কারণেই দেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নত হচ্ছে।
কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী সহ অর্ধশত ব্যক্তি অংশগ্রহন করেন।