জাগোকন্ঠ ৩০ জুন ২০২২ , ১:১৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় আজ অনুষ্ঠিত হলো গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে উপজেলার পর্যটন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য গ্রামীন উন্নয়ন শীর্ষক এক কর্মশালা। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। ইউএনও ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এড: লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, উপজেলার সহকারি কমিশনার ভূমি সাইফ-উল আরেফীন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ ।