দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় আজ নিরাপদ খাদ্য সংক্রান্ত সভা অনুষ্ঠিত

  জাগোকন্ঠ ২৯ জুন ২০২২ , ১০:১১ পূর্বাহ্ণ

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ফারহান ইসলামের সভাপতিত্বে আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, এবং পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান প্রমূখ।

সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শারীরিক ও মানসিক উন্নয়নে নিরাপদ খাদ্য ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করে থাকে। তবে একটি মহল অতি মুনাফার লোভে খাদ্যে ভেজাল করে ভোক্তাসাধরণকে স্বাস্থ্যগত ঝুঁকির দিকে ঢেলে দিচ্ছে। তবে প্রশাসন খাদ্যে ভেজাল রোধে কঠোর অবস্থানে থেকে নিয়মিত মনিটরিংসহ ভেজালকারীদের অর্থদন্ড ও আইনের আওতায় আনছে।

জেলা প্রশাসক আরো বলেন, যারাই খাদ্যে ভেজাল করবে তাদের কোন ছাড় দেয়া হবে না। তিনি নজরদারি বাড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আরও খবর: