ইব্রাহীম (রাঙ্গামাটি) বাঘাইছড়ি প্রততিনিধি: রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার মাষ্টার পাড়ার নুরুল ইসলাম (৭২) নামের ১জনের করোনা শনাক্ত হয়। তিনি পেশায় একজন চায়ের দোকানন্দার। বাঘাইছড়ি উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান রোববার (৭ জুন) রাতে।
বুধবার করোনা আক্রান্ত বক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। এই পর্যন্ত মোট ৪৫ জনের নমুনা পাঠানো হয়, বাকিদের রিপোর্ট নেগেটিভ।
রাঙামাটির ১০ উপজেলার মধ্যে বাঘাইছড়ি যোগ হলো করোনা আক্রান্ত।
উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু জাগোকণ্ঠকে জানান, করোনায় আক্রান্ত আশপাশের তিন বাড়িকে লকডাউন করা হয়েছে।
রাঙামাটি জেলার মধ্যে সর্বশেষ করোনামুক্ত রয়েছে বরকল উপজেলা।
Leave a Reply